
মাগুরা জেলা প্রশাসন, এর উদ্যোগে এবং জেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা এর সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ২ মার্চ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার,মিনা মাহমুদা মাগুরা; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা , জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালকসহ আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে তিনি আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।