Status

মাগুরায় পালিত হল জাতীয় ভোটার দিবস

‘বয়স যদি আঠারো হয়- ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের ন্যায় একযোগে মাগুরায়ও ৭ ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মাগুরা জেলা নির্বাচন আফিসের আয়োজনে রবিবার সকালে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা মো, মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, মেজর আহাম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, প্রমুখ।

উদ্বোধন রালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বলেন,‘বয়স যদি ১৮ হয়; ভোটার হতে আর দেরি নয়, নিজে ভোটার হউন; অন্যকে ভোটার হতে উৎসাহিত করুন, সঠিক তথ্য প্রদান করে নির্ভূল ভোটার তালিকা প্রণয়নে সহায়তা করুন, ভোটার হউন; জাতীয় পরিচয়পত্র গ্রহণ করুন এমন বার্তা দেওয়া হয় সকলের উদ্দেশ্যে।

অনুষ্ঠানের পর জাতীয় ভোটার দিবসের সেবা কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বেশ কয়েকজন ছাত্রদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

Source link

Back to top button