মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জন্য দোয়া করবেন যেন বেঁচে যায়

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এসময় তিনি শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি বলেন, চিকিৎসকরা জানেন না বাচ্চাটাকে বাঁচাতে পারবেন কি না। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা শুধু দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে।
শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে শিশুটিকে দেখতে হাসপাতালে আসেন উপদেষ্টা। এরপর দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শারমিন এস মুরশিদ বলেন, যে মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি নারী হয়ে ওঠেনি তার সঙ্গে এমন আচরণ কীভাবে! এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেলো যে আট বছরের শিশুর সঙ্গে এমনটা ঘটবে।
তিনি বলেন, চিকিৎসকরা জানেন না বাচ্চাটাকে বাঁচাতে পারবেন কি না। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবো এই বাচ্চাটি যেন সর্বোচ্চ বিচার পায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা শুধু দোয়া করবেন বাচ্চাটা যেন বাঁচে।
অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, যুগ যুগ ধরে দেখছি বারবার এসব ঘটনা ঘটছে। এটা হতে দেওয়া যাবে না, এটা একদম পরিষ্কার। এ শিশুর ঘটনার প্রমাণ আছে, দোষীদের আইনের আওতায় আনতেই হবে।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম