Status

মাগুরায় ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডায়াবেটিস ঝুঁকি জানুন’ সনাক্ত করুন’ পদক্ষেপ নিন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে।

 

 

শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরা ডায়াবেটিস হাসপাতালের সম্মেলন কক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার সিমিন এ মজিদ অঞ্জু, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ মো: আলিমুজ্জামান, । বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুন্সী আলী তারেক প্রমুখ। মুখ্য বক্তা ছিলেন, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ মেহেদী হাসান।

 

 

 

আলোচনা সভায় বক্তারা জানান, ডায়াবেটিসের ধরণ সাধারণত দুই টাইপের হয় ।
টাইপ ১ এবং টাইপ ২ হল ডায়াবেটিসের দুটি সাধারণ রূপ। এছাড়া অন্যান্য ধরণেরও ডায়াবেটিস হতে পারে, যেমন গর্ভকালীন ডায়াবেটিস, নিওনাটাল ডায়াবেটিস, জেসটেসানাল ডায়াবেটিস ইত্যাদি।

 

 

ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন দক্ষতার সঙ্গে (কার্যকরভাবে) ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করার বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়।

 

 

ইনসুলিন মানুষের শরীরের কোষগুলি তে শর্করা প্রবেশ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটি “চাবি” হিসাবে কাজ করে। এর দ্বারা আমাদের খাবার থেকে যে চিনি বা শর্করা (গ্লুকোজ) পাওয়া যায়, তা রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। তারপর, কোষ শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য সেই গ্লুকোজ ব্যবহার করে। ইনসুলিন তৈরি হয় অগ্ন্যাশয়ের বিশেষ কোষ দ্বারা তৈরি হরমোন আইলেটস (আই-লেটস) থেকে। ডায়াবেটিস-জনিত ইনসুলিনের তারতম্যের জন্য আমাদের রক্তে শর্করার মাত্রার তারতম্য ঘটে। শরীরে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা দেয়।

 

 

 

ডায়াবেটিস এ আক্রান্ত হলে নিয়ম-কানুন মানলে এই রোগ থেকে বেঁচে থাকা সম্ভব। এবং কিছু অভ্যাসের পরিবর্তন করলে এই ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 

মাগুরা ডায়াবেটিক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

 

Source link

Leave a Reply

Back to top button