Status

মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ  সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার

সীমান্তে বিজিবি ও বিএসএফ সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক বজায় রেখে মাদক ও চোরাচালান প্রতিরোধে এক সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে দুই বাহিনীর প্রতিনিধিরা।

 

বুধবার বিকালে দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিজিবি’র পক্ষে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ০৯ জন এবং ভারতের ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফ’র ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চান্দে রভান ও স্টাফ অফিসারসহ ০৮ জন অংশগ্রহণ করেন।

 

মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের শূন্য রেখা বরাবর আয়োজিত বৈঠকে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়াা, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম জানান, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতে যাতে আরো সুসম্পর্ক বজায় রাখা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।

Source link

Back to top button