Facebook Bio Status

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে আরা, মহাসচিব ফারজানা ইয়াসমিন


বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন সেশন জজ ফারজানা ইয়াসমিন। নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের ৩৪তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইন কমিশনের বর্তমান চেয়ারম্যান জিনাত আরা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সদস্যরা সম্মেলনে যোগ দেন।

মহিলা জজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হয়েছেন বিচারক রুনা নাহিদ আক্তার, শারমীন নিগার, শামীমা আফরোজ, জেসমিন আরা বেগম ও শাহনাজ সুলতানা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন বিচারক উম্মে সরাবন তহুরা, ফারাহ মামুন ও আফসানা আবেদীন। কোষাধ্যক্ষ নওরীন আক্তার কাঁকন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুসরাত জাবীন নিম্মী, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মেহেরা মাহবুব, সমাজকল্যাণ সম্পাদক সোনিয়া আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফা চৌধুরী হিমেল।

নির্বাহী সদস্যরা হলেন জেলা জজ সামসুন নাহার, মাকসুদা পারভীন, শারমীন জাহান, ফারহানা ফেরদৌস, অতিরিক্ত জেলা জজ আবেদা সুলতানা, রেহানা আক্তার, মোসাম্মত মনিরা সুলতানা, নাজমুন নাহার সুমী, যুগ্ম জেলা জজ মাসুদা ইয়াসমিন, মাহমুদা আক্তার তামান্না ফারাহ, পলি আফরোজ, নাহিদ সুলতানা, সিনিয়র সহকারী জজ/সহকারী জজ নুসরাত জাহান, ক্যাথেরীন গোমেজ, মেহনাজ আফরোজ, ইশরাত জাহান, মোহনা আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা জজ জয়শ্রী সমাদ্দার ও উম্মে কুলসুম।

এফএইচ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button