Status

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আদমদীঘি ও হিলিতে বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাহাজ্জুদ নামাজ নিয়ে কটুক্তিকারী (এনসিটিভি কমিটির সদস্য) রাখাল রাহা ও সোহেল হাসান গালীবকে দ্রুত গ্রেফতার পূর্বক বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বগুড়ার আদমদীঘিতে সর্বস্তরের তাওহীদি জনতা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা শেষে উপজেলার মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস আদমদীঘি থানা শাখার সভাপতি মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদমদীঘি গোহাট জামে মসজিদে খতিব মাওলানা মুফতী হোসাইন আহমদ, শাঁওইল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মোমিন, দারুল ফুরকান ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আখতারুজ্জামান আল ফারুক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আদমদীঘি উপজেলা সভাপতি মুফতি জাহিদ, কশাইগাড়ী জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদ বিন হাবীব।

এদিকে হিলি সংবাদদাতা জানান, ইসলাম বিদ্বেষী রাখাল রাহা ও সোহেল গালিবের শাস্তির দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তৌহিদী জনতা। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর হিলি আজিজিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় খাদ্যগুদাম মোড়ে পথসভায় বক্তব্য রাখেন, মুফতি নুরুল কবির, মুফতি মাহাদী হাসানসহ আরো অনেকে। বক্তারা রাখাল রাহা ও সোহেল গালিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Source link

Leave a Reply

Back to top button