Status

মরক্কো যাচ্ছেন ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী

‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি, মা›হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী ৯ম বারের মতো মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ) এর দাওয়াতে রাজপ্রাসাদে পবিত্র কুরআন তিলাওয়াতের জন্য আমন্ত্রিত হয়ে আগামীকাল রাবাতের উদ্দেশ্যে রওনা হবেন। ২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর রমাযান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করেন। রাষ্ট্রীয় এ সফরের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মানমর্যাদা বৃদ্ধি হচ্ছে।

উল্লেখ্য যে, ক্বারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রুপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহঃ) এর বড় পুত্র।

Source link

Leave a Reply

Back to top button