
জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে আহত ও শহীদ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন, জেলা জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি প্রমুখ।
সভায় জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা প্রমুখ। উল্লেখ্য, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহ সদর উপজেলার ১ জন শহীদ ও ২৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।