ময়মনসিংহে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা!

ময়মনসিংহে কুকুরে কামড়ানো গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। একই সাথে দোকানে থাকা মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকালে নগরীর শম্ভুগঞ্জ বাজারের রহিম মিয়া নামে ব্যবসায়ীর দোকানে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারে জলাতঙ্ক রোগে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রি করছে ব্যবসায়ী রহিম মিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলে ধ্বংস করা হয়।
এছাড়া, জেলার তারাকান্দা উপজেলা বাজারে বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, ভেটেরিনারি সার্জন সোলাইমান, জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী ভূঞা ও পুলিশের একটি টিম।