Status

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তঞ্চলে এক কোটি আট লাখ ৬১ হাজার টাকার ভারতীয় ঔষধ ও সানগ্লাস আটক

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন হালুয়াঘাটের আইলাতলী ও গোবরাকুড়া বিওপি’র বিজিবি সদস্যরা ভারতীয় ঔষধ ও সানগ্লাস আটক করেছেন আজ ২ মার্চ রোববার।পৃথক পৃথক অভিযানে বিজিবি এসব মালামাল  আটক করে।

চোরাকারবারীরা এগুলো অভিনব পন্থায় পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল আটক করে। এক কোটি আট লাখ ৬১ হাজার ৫০ টাকা মূল্যমানের ভারতীয় ৪৮৬৯০ পিস বিভিন্ন প্রকারের ঔষধ ও ৫৬০০ পিস সানগ্লাস আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

অভিযানের সময় চোরাকারবারীগণ দৌড়ে পালিয়ে যায়।  ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের এই বিষয়গুলো নিশ্চিত করেছেন।

সীমান্তে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি

Source link

Back to top button