Facebook Bio Status

মব জাস্টিস কোনো রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়: জিএমপি কমিশনার


গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, মব জাস্টিস কোনো রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। যেভাবেই হোক মব জাস্টিস বন্ধ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জিএমপি হেডকোয়ার্টারে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিপ্লব করেছেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করেছে। জনগণ আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, স্যালুট জানাচ্ছে। বিপ্লবের মাধ্যমে জাতি মুক্ত হয়েছে, এ জাতিকে মব জাস্টিসের মাধ্যমে কলঙ্কিত না করবেন না।

তিনি আরও বলেন, মব জাস্টিসের মাধ্যমে কখনো জনগণকে স্বস্তি দেওয়া যায় না। মব জাস্টিসে মানুষ আরও আতঙ্কিত হবে, পুলিশও আতঙ্কিত হচ্ছে। তাই যেভাবেই হোক মব জাস্টিস বন্ধ করতে হবে। মানুষকে পিটিয়ে মেরে ফেলা একটি অপরাধ। সকলে মিলে এটি বন্ধ করতে হবে। তা না হলে জাতির সব অর্জন নষ্ট হয়ে যাবে।

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম চৌহান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এন এম নাসির উদ্দিন, রবিউল হাসান, গাজীপুর আদালতের জিপি মোস্তফা কামাল, পিপি আবু তাহের, অতিরিক্ত পিপি মিজানুর রহমান, এরশাদ হোসেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক রিপন শাহ, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, ইজাজ আহমেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button