মনোহরগঞ্জে নতুন ভোটার তালিকা হালনাগাদে যুবদলের সার্বিক সহযোগিতা, ১৩৩১ জন নতুন ভোটার যুক্ত

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছিল জানুয়ারি মাসের ১ম সপ্তাহে। এই কর্মসূচিতে ইসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে গতকাল বুধবার (৫মার্চ)ছবি তুলে ও ফিঙ্গার দিয়ে চুড়ান্ত ভোটার হয়েছেন ১৩শত ৩১জন।বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভোটার তালিকা হালনাগাদে উত্তর হাওলা ইউনিয়নের সুপারভাইজার সৈয়দ জসীম উদ্দীন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুন ভোটারদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ও সার্বিক সহযোগিতা করেন মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদি যুবদলের উপজেলা নেতা ফয়েজ উল্লাহ শ্রাবনের নেতৃত্বে একটি টিম।ভোটারদের নির্বিগ্নে আসা যাওয়া করতে গাড়িসহ সামগ্রিক বিষয়ে তারা দিন ব্যাপি তৎপর ছিলেন।
ভোটার তথ্য হালনাগাদ কেন্দ্র পরিদর্শনে এসে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম জানান-সারাদেশে নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত।যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেশব্যাপী এ কার্যক্রমে অংশ নেন নির্বাচন কর্মকর্তা, সুপারভাইজার ও মাঠ কর্মকর্তারা।
ফাহরিয়া ইসলাম আরো বলেন- এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে আজকের এ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।
ভোটার তালিকা হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার ও উত্তর হাওলা ইউনিয়নের প্রশাসক রাশেদুল ইসলাম।
মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা ফয়েজ উল্লাহ শ্রাবণ জানান -আজকে মনোহরগঞ্জে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোটার হতে এসেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা বিভিন্ন ভাবে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।আমাদের যুবদলনেতা রবিউল হোসেন, নেয়ামত উল্লাহ বাবর,উত্তর হাওলা ইউনিয়ন ছাত্র দলের প্রস্তাবিত সভাপতি শরীফ মজুমদার, আশিক,মাসুদ,পারভেজ, অনেক নেতা কর্মী দিনভর তাদের পাশে ছিল এবং অনেক কষ্ট করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।