Facebook Bio Status

মতিঝিলে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ৩


রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

শনিবার (০১মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৬টা নাগাদ মতিঝিলে এজিবি কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- মো. খোরশেদ (২৪), তানজিল হোসেন (১৯) ও একজন কিশোর গ্যাং সদস্য।

মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার বিকেল ৫টা ৫০মিনিটের দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনীস্থ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে হঠাৎ করে কয়েকজন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে শক্তির মহড়া প্রদর্শন করে ত্রাস সৃষ্টির চেষ্টা করে। মতিঝিল থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে মো. খোরশেদ, তানজিল হোসেন ও একজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি ছোরা ও একটি শিকল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

কেআর/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button