মতামত জানাতে আরও সময় চায় ১২ দলীয় জোট

নির্ধারিত সময়ের মধ্যে ৬ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করে মতামত দিয়ে ঐক্যমত্য কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো সম্ভব নাও হতে পারে বলে মনে করে ১২ দলীয় জোট। তাই প্রতিবেদন জমা দেওয়া সময় প্রাথমিকভাবে আরও এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছে জোটের নেতারা।

শুক্রবার (৭ মার্চ) ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে এক বৈঠক শেষ তারা এসব কথা বলেন।এদিকে জোট ভেঙে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। সেই মনোমালিন্য ভুলে গিয়ে আজ তার নেতৃত্ব বৈঠকে করেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। 

 

সৈয়দ এহসানুল হুদা জানান, বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক দেওয়া সুপারিশ আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তা প্রেরণ করা হবে। তিনি বলেন, জোটের পূর্ণাঙ্গ বৈঠকে সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আরও বিশদভাবে আলোচনা করা হবে। তবে আমরা মনে করি, ঐক্যমত্য কমিশন নির্ধারিত সময়ে মধ্যে এইসমস্ত সুপারিশ সমূহ পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণ করা সম্ভব নাও হতে পারে। তাই আমরা প্রাথমিকভাবে ঐক্যমত্য কমিশনের কাছে এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানাচ্ছি। 

Source link

Exit mobile version