Status

ভেড়া কোরবানিতে ‘না’

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মরক্কোর জনগণকে এ বছর ঈদুল আজহায় ভেড়া কোরবানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বছরের পর বছর খরার কারণে দেশে পশুর সংখ্যা কমে যাওয়ায় তিনি এ আহ্বান জানান। আগামী জুন মাসে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। মুসলমানরা ভেড়া, ছাগল, গরু বা উট জবাই করে দিনটি উদযাপন করে। এরপর গোশত পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয় এবং দরিদ্রদের জন্য দান করা হয়। মরক্কোর সরকারি পরিসংখ্যান অনুসারে, টানা খরার কারণে ৯ বছর আগে করা শেষ আদমশুমারির পর থেকে ২০২৫ সালে মরক্কোর গবাদি পশু ও ভেড়ার পাল ৩৮ শতাংশ হ্রাস পেয়েছে। রাষ্ট্রীয় টিভি আল ওউলায় ধর্মবিষয়ক মন্ত্রী আহমেদ রাজা ষষ্ঠ মোহাম্মদের বরাত দিয়ে একটি চিঠি পড়ে শোনান। বাদশাহ চিঠিতে বলেন, ‘সর্বোত্তম পরিস্থিতিতে এ ধর্মীয় আচার যাতে পালন হয় তা নিশ্চিত করা জরুরি, পাশাপাশি আমাদের দেশের জলবায়ু সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বিবেচনা করার দায়িত্বও রয়েছে। জলবায়ু সমস্যার কারণে গবাদি পশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’ সূত্র : রয়টার্স।

Source link

Leave a Reply

Back to top button