ভিক্টর ক্লাসিকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় মো. পলাশ গনি (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

পলাশ গনিকে নিয়ে আসা পথচারী মো. জুলফিকার জানান, মালিবাগ ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ গনির ভাতিজা রেজওয়ান শরিফ জানান, তার চাচা একজন ব্যবসাীয়। মোটরসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মালিবাগ চৌধুরী পাড়ায় ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমিউনিটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

পলাশ গনি নড়াইল জেলার কালিয়া থানার বললা হাটি গ্রামের আক্তার মোল্লার সন্তান। বর্তমানে রামপুরার বনশ্রী এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আল আমিন/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version