ভারতে তুষারধস, আটকা পড়েছেন ৪৭ শ্রমিক


ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময়ত হঠাৎ সেখানে তুষারধসের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ৫৭ জন শ্রমিক আটকা পড়েছেন বলে শঙ্কা করা হয়। তবে সেখান থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

ভারতের জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছে। ভয়াবহ ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ। আইটিবিপি ও বর্ডার রোডস অর্গানাইজেশনের দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মানা গ্রামে শ্রমিকদের ক্যাম্প ছিল। ওই ক্যাম্পের ওপরই হুড়মুড়িয়ে তুষারধস নামে। হিমবাহ ভেঙে এই তুষারধস হয়েছে বলেই সন্দেহ।

এদিকে, বদ্রীনাথে আবহাওয়া বেশ খারাপ। আবহাওয়া ভবন পার্বত্য এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। এর জেরে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version