ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে ১৯ বাংলাদেশি আটক


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা।

বেনীপুর বিওপি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেন। অপর অভিযানে বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে চার নারী ও দুই শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করা হয়।

এছাড়া মেদিনীপুর, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির পৃথক অভিযানে দুই নারী ও দুই শিশুসহ সাতজনকে আটক করে বিজিবি।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের কাওসার আলীর ছেলে মিরাজ (২৮), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাবি বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস (৩০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩৫), বাগেরহাটের চিতলমারী উপজেলার মনিশংকর মজুমদার (৩৩), ও তার ভাই রুবেল চন্দ্র মজুমদার (৩৭), খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাহাট গ্রামের দাউদ ফকিরের ছেলে কলনগির ফকির (৪৫), গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে শিবাজী বিশ্বাস (১৯)।

আইনগত কারণে সাত নারী ও চার শিশুর নাম প্রকাশ করেনি বিজিবি। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক পুরুষদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে তোলা হবে। আর আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version