Facebook Bio Status

ভারতের ‘বাড়তি সুবিধা’ পাওয়ার কথা স্বীকার করলেন শামি


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, শুরু থেকেই এমন অভিযোগ প্রতিপক্ষ দলগুলোর। তাদের অভিযোগ, সবগুলো ম্যাচ একই ভেন্যুতে খেলায় পিচের কন্ডিশন অন্য দলগুলোর চেয়ে ভালো বোঝে ভারত। এছাড়া ভেন্যু পাল্টাতে হয় না বলে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন ও বিশ্রামের জন্যও বাড়তি সময় ও সুযোগ পাচ্ছেন।

যদিও ভারতীয়দের কেউ এমন অভিযোগ স্বীকার না করলেও পেসার মোহাম্মদ শামি যেন হাঁটলেন ভিন্ন পথে। তিনি স্বীকার করলেন, সত্যিই হাইব্রিড মডেলের মাধ্যমে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত।

প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারানোর পর ম্যাচ পরবর্তী শামির বক্তব্যে বিতর্কিত বিষয়টি উঠে আসে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৪৮ রানে ৩ উইকেট নেওয়া শামি বলেন, ‘এটি অবশ্যই আমাদের সাহায্য করেছে। কারণ, আমরা পরিস্থিতি এবং পিচের আচরণ জানি। এটি একটি প্লাস পয়েন্ট যে আপনি একটি ভেন্যুতে সমস্ত ম্যাচ খেলছেন।’

যদিও বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর।

তিনি বলেন, ‘বাড়তি সুবিধা সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে। কী সেই বাড়তি সুবিধা? আমরা এখানে একদিনের জন্যও অনুশীলন করিনি। আমরা আইসিসি একাডেমিতে অনুশীলন করছি। সেখানের আর এখানে শর্ত সম্পূর্ণ ভিন্ন। ওখানকার ও এখানকার উইকেটের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। আমি অনুভব করি, আমাদের বাড়তি সুবিধার মতো কিছুই ছিল না বা আমরা এমন পরিকল্পনা করিনি।’

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button