
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটিতে ভালো করার লক্ষ্য বর্তমানে নিবিড় অনুশীলনে মগ্ন জাতীয় ফুটবল দল। আগের দিন ক্যাম্প শুরু হলেও গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনের মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ। অনুশীলনের ফাঁকে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ভারতকে হারাতে চান তিনি। ভারতের বিপক্ষে জিতে পূর্ণ ৩ পয়েণ্ট নিয়ে শিলং থেকে দেশে ফেরার লক্ষ্য এই মিডফিল্ডারের। জামাল ভূঁইয়া বলেন,‘অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে আমি মনে করি, তাদের সঙ্গে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে আমরা প্রত্যাশা করি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা ৩ পয়েন্ট নিতে চাই।’ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ডে খেলা হামজা চৌধুরী ভারতের বিপক্ষেই প্রথমবারের মতো বাংলাদেশ দলে খেলতে যাচ্ছেন। এটাকে বড় অনুপ্রেরণা বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি মনে করি, এই দলে হামজা সেরা প্লেয়ার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতেও সে সেরা ফুটবলার। হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্টআপ হবে।’ ইতালির সিরি ডি লিগে খেলা ফাহামেদুল ইসলামকে নিয়ে জামালের সাবধানী কথা, ‘ওকে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি আসলেই তাকে চিনি না, তার সম্পর্কে তথ্য দিতে পারবো না। কোচ তাকে বাছাই করেছেন, অবশ্যই সে ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখবো কী হয়।’ ভারত ম্যাচটি সবার কাছে বিশেষ কিছু। জামাল ভূঁইয়াও সে কথাই বললেন, ‘সবাই ভারতের বিপক্ষে ম্যাচ চায়। আমি মনে করি, যারা এই দলে নেই, তারাও এই ম্যাচ খেলতে চায়। (ভারতে গিয়ে) আমরা সবশেষ ম্যাচ ভারতের বিপক্ষে খেলছি ২০১৯ সালে,আমি সেই একই খেলা চাই, কিন্তু এবার ৩ পয়েন্ট তুলে নেয়ার লক্ষ্য আমার।’ এদিকে ভারত সফরে শিষ্যদের কাছে সেরাটা চাইছেন বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি বলেন,‘আমরা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত এবং রোমাঞ্চিত। খুবই বিশেষ একটি ম্যাচ, এখানে আমি এসেছি তিন বছর হয়ে গেছে, সম্ভবত এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিয়ে সত্যিই উজ্জীবিত এবং আমি মনে করি ক্যাম্পের সেরাটা পেতে পর্যাপ্ত সময়ে আমরা সঠিক প্রস্তুতি নিতে যাচ্ছি। আশাকরি ভারতের বিপক্ষে মাঠে ছেলেরা তাদের সেরাটাই ঢেলে দেবে।’