ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম/ফেসবুক

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বললেন, তারা প্রথমে ব্যাটিংই করতে চেয়েছিলেন।

দুবাইয়ে আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রোববার দুপুর ৩টায়। রেকর্ড বাড়িয়ে নেওয়া টানা ১৩ ওয়ানডেতে টসে হারল ভারত।

একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের জয়গায় ফিরেছেন ড্যারিল মিচেল। ভারতীয় একাদশেও পরিবর্তন একটি। হার্ষিত রানাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে ভারুন চক্রবর্তীকে।

দুই দলই মাঠে নামছে লম্বা বিরতির পর। ভারত খেলছে ৬ দিন পর, নিউজিল্যান্ড ৫দিন।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই দলই। এই ম্যাচের জয়ী দল শেষ চারে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার। আর পরাজিত দলকে খেলতে হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিন আফ্রিকার বিপক্ষে।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জয় পায় ভারত ও নিউজিল্যান্ড।

ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির ৩০০তম ওয়ানডে এটি।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৮ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ৬০টি। নিউজিল্যান্ড জিতেছে ৫০টিতে। ১টি ম্যাচ টাই ও ৭টি পরিত্যক্ত হয়।

Source link

Exit mobile version