ভর্তি পরীক্ষার প্রশ্ন ‘জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে?’


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। পরীক্ষার প্রশ্নে ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ’ অংশে জুলাই বিপ্লব নিয়ে দুটি প্রশ্ন এসেছে।

একটি হচ্ছে সেট ২১ এর ২৭ নম্বর প্রশ্ন ‘জুলাই বিপ্লব ২০২৪ এর প্রথম শহীদ কে?’, অন্যটি হচ্ছে সেট ৩৩ এর ৩৯ নম্বর প্রশ্ন ‘জুলাই আন্দোলনের অন্যতম স্লোগান কোনটি?’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এবারের পরীক্ষা দেশের ৫টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে দেখা যায়, বাংলা অংশে ১৫ নম্বর, ইংরেজি অংশে ১৫ নম্বর, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গে ১০ নম্বর, সাধারণ গণিত অংশে ১৫ নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অংশে ১০ নম্বর এবং মানবিক ও বাণিজ্য শাখা অংশে ১৫ নম্বর দেওয়া হয়েছে। মোট ৮০ নম্বরের পরীক্ষা হয়। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর রয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবার শাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ২৯ হাজার ১১৬টি। এরমধ্যে ৬ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ইচ্ছুক ছিলেন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা হয়।

মৌলভীবাজার জেলা থেকে আসা নাদিয়া রহমান নামের এক শিক্ষার্থী বলেন, প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। জুলাই বিপ্লব নিয়ে দুটি প্রশ্ন এসেছে। ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে এজন্য কিছু কনফিউশন আছে এমন প্রশ্নের উত্তর দেইনি। আশা করি, ভালো কিছু হবে।

সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জামাল মিয়া বলেন, খুব টেনশনে ছিলাম কী রকম প্রশ্ন আসবে। তবে পরীক্ষা দিয়ে অনেকটা স্বস্তি কাজ করছে। আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে। এ সংক্রান্ত প্রশ্ন বিশেষজ্ঞরা প্রশ্নপত্রে স্থান দিয়েছেন। এটা অবশ্যই ভালো খবর। শিক্ষার্থীরাও বিষয়টিকে ইতিবাচক নিয়েছে বলে আমার বিশ্বাস।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version