Status

ভরুণ-কুলদীপের দাপটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

 

করাচি-লাহোরে যেখানে স্পিনার নূন্যতম টার্ন পাচ্ছিলেন না স্পিনাররা সেখানে আজ দুবাইয়ে ভারতীয় স্পিনাররা বল ঘুরালেন লাটিমের মতো।মন্থর উইকেটের পূর্ণ সুবিধা নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ধাঁধায় রেখেছিলেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবরা। তাতে ২৫০ রানের টার্গেট দিয়েও ভারত জিতল অনায়াসে। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে উঠল রোহিত শর্মার দল।

দুবাইয়ে রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪৪ রানে জিতেছে ভারত। ২৪৯ রান করা  ভারত কিউইদেরর থামিয়ে দিয়েছে ২০৫ রানেটানা তিন জয়ে ‘এ’ গ্রুপ সেরা হলো ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে দুবাইয়েই তারা খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।একাদশে জায়াগা পেয়েই ভরুণ চক্রবর্তীর শিকার পাচ উইকেট।

টানা তিন জয়ে ‘এ’ গ্রুপ সেরা হলো ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে দুবাইয়েই তারা খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বিস্তারিত আসছে…

Source link

Back to top button