ভগ্নদশা ম্যানসিটিতে যোগ দিলেন ‘জুনিয়র মেসি’


ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছিলেন এক বছরেরও বেশি সময় আগে। তবে এতদিন স্থায়ীভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেননি জুনিয়র মেসি নামে খ্যাত আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লদিও এচিভেরি। অবশেষে ভগ্নাদশা ম্যানসিটিকে শক্তিশালী করতে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে উড়ে এসেছেন তিনি।

এতদিন রিভার প্লেটে লোনে খেলছিলেন এচিভেরি। আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার সর্বশেষ দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলছিলেন। আর্জেন্টিনার হয়ে ৯ ম্যাচে ৬ গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হন ১৯ বছর বয়সী তারকা।

এচিভেরির আগে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পাঁচ নতুন ফুটবলার যোগ দিয়েছেন ম্যানসিটিতে। তারা হলেন- মিডফিল্ডার নিকো গঞ্জালেস, ডিফেন্ডার আব্দুকোদির খুসানোভ, ভিতোর রেইস ও ক্রিশ্চিয়ান ম্যাকফারলেন এবং মিশরের ফরোয়ার্ড ওমর মারমুশ। এসব তারকার সঙ্গে এচিভেরির সংযুক্তি ম্যানসিটিকে আরও তরুণনির্ভর ও উদ্যমী করে তুলবে।

২০২৪ সালের জানুয়ারিতে যখন ম্যান সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন এচিভেরি। তখন শর্ত ছিল, এক বছর রিভার প্লেটের হয়ে খেলেছেন তিনি।

অবশেষে প্রিমিয়ার লিগের বর্তমান ও টানা চারবারের চ্যাম্পিয়ন ক্লাবটিতে যোগ দিয়ে এচিভেরি বলেন, ‘ফুটবল আমার জীবন। আমার স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটির হয়ে খেলা। আজ আমি সেই স্বপ্নের আরও কাছাকাছি। ম্যানচেস্টার সিটি বিশ্বের অন্যতম সেরা দল। তারা শুধু শিরোপা জয় করে না, তারা খুব সুন্দর ফুটবল খেলে।’

এচিভেরির সঙ্গে সিটির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version