
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি একটি সভা আহবান করে। সভায় কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। এদিকে একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ। একই দিনে বিএনপির দু’গ্রুপের সভা আহবান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে রুমিন ফারহানার সভাস্থলের পিছনে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠের নির্মাণাধীন সভাস্থলের পিছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আশুগঞ্জ থানার এসআই মো. মোস্তাকিম পাটোয়ারি বলেন, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিচু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকা-ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।