Status

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশের ৪০ দোকান উচ্ছেদ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড় এলাকায় রবিবারের এক অভিযানে অন্তত ৪০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। সরাইল উপজেলা প্রশাসন, সদর ও সরাইল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এ অভিযানের অংশ নেয়। 

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, যানজট নিরসনের লক্ষ্যে বেলা ১১টা থেকে পৌণে একটা নাগাদ বিশ্বরোড় এলাকায় সড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ভুলডেজার দিয়ে ও শ্রমিক লাগিয়ে অন্তত ৪০টির মতো দোকান গুড়িয়ে দেওয়া হয়।

 

 

উচ্ছেদ অভিযানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নতুন করে যেন আর দোকান না উঠানো হয় এ বিষয়ে স্থানীয়দেরকে সতর্ক করা হয়।

Source link

Leave a Reply

Back to top button