
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী মহানগর এক্সপ্রেস ট্রেন শনিবার রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি মো. কবির আহমেদ, ট্রেন যাত্রী এমরান উদ্দিন ও মহানগর এক্সপ্রেস ট্রেনের আনঅফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহুর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়।
এদিকে এ ঘটনার পর ডাউন পথের ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কি করা যায়- বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আলোচনা করছেন।