ব্যাংকে গ্রাহকের টাকা নিয়ে উধাও প্রতারকের সন্ধান মেলেনি দু’দিনেও


রাজশাহীর বাগমারার এক গ্রাহকের কাছ থেকে বদলে দেওয়ার কথা বলে ৬৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। সোমবার (৩ মার্চ) রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শাখায় খাদিজা বেগম (৪৫) নামে এক গ্রাহকের কাছ থেকে জাল নোট বদলে দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।

এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে দুই দিন পেরিয়ে গেলেও এখনো প্রতারকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী খাদিজা বেগম জানান, নিজের জমানো টাকা থেকে নারী গ্রাহকদের বুথের মাধ্যমে চেক জমা দিয়ে টাকা তোলেন তিনি। তার পাশেই দাঁড়িয়ে ছিল তিন ব্যক্তি (প্রতারক)। ব্যাংকের বুথ থেকে টাকা বুঝে পাওয়ার পর ওই তিন ব্যক্তি খাদিজার কাছে আসে এবং নিজেদের ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে জানায় ভুলক্রমে তাকে কিছু জাল টাকা দেওয়া হয়েছে। পাল্টে আসল নোট দিতে হবে। এছাড়া খাদিজাকে পাশের কাউন্টারে যাওয়ার কথা বলে তারা কৌশলে সটকে পড়ে।

পরে ব্যাংক কর্তৃপক্ষকে খাদিজা বিষয়টি জানালে ব্যাংকের সিসিটিভির ফুটেজে তিন ব্যক্তিকে দেখা যায়। তবে তাদের শনাক্ত করতে না পেরে বিকেলে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন ভুক্তভোগী নারী।

ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই প্রতারকদের ছবি ও ফুটেজ দেওয়া হয়েছে। ব্যাংক তথ্য দিয়ে সহযোগিতা করবে। ওই গ্রাহককে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ওই নারী ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা তুলেছিলেন। এসময় প্রতারকরা খাদিজাকে বলে আপনার কাছে বেশ কিছু জাল টাকা গেছে। সেগুলো পরির্বতন করতে হবে। এই বলে তারা ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে প্রতারককে ধরার চেষ্টা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা কাজ করছি।

সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version