বোয়ালখালীতে স্থাপনা নির্মাণে খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা


চট্টগ্রামের বোয়ালখালীতে স্থাপনা নির্মাণে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টির দায়ে মোহাম্মদ ইউনুচ (৭৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কধুরখীলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। একসঙ্গে অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এসময় বোয়ালখালী থানা পুলিশের একটি টিম ছিল।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট এলাকায় একটি খালের মধ্যে কৃত্রিম বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এতে বোরো মৌসুমে চাষাবাদের সেচ কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কৃত্রিম বাঁধটি অপসারণ করা হয় এবং অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণকারী মোহাম্মদ ইউনুচকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version