Facebook Bio Status

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত


চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে মো. হৃদয় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পিতার নাম মো.ইলিয়াছ। তার বাড়ি কক্সবাজার জেলায়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী রেল স্টেশন সংলগ্ন বুড়ি পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত যুবকসহ কয়েকজন কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন। চলন্ত ট্রেনের ছাদে দুই হাত তুলে লাফালাফি করার সময় হঠাৎ পা পিছলে ছিটকে গিয়ে ট্রেনে কাটা পড়েন ওই যুবক। এসময় ওই যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত ওই যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ও মাথায়ও আঘাত পান তিনি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, বোয়ালখালীর গোমদণ্ডী এলাকায় ট্রেনে কাটা পড়া এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

এমডিআইএইচ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button