বেহেশতে নয়, জামায়াতের ইফতার মাহফিলে গেলেন কাদের সিদ্দিকী


জামায়াতে ইসলামীর সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।

শনিবার (৮ মার্চ) টাঙ্গাইলের প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে কোনো বক্তব্য দেননি এই বীর মুক্তিযোদ্ধা।

এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেছিলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

এছাড়া ২০২১ সালের ৩ ডিসেম্বর রাজধানীতে গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু অংশের সমাবেশেও বঙ্গবীর বলেছিলেন, ‘যতদিন বিএনপিতে জামায়াত থাকবে, ততোদিন বিএনপি ওয়ালারা আমাকে কাছেও পাবে না। আমাকে জামায়াতের সঙ্গে আল্লাহ তাআলা যদি বেহেশতে নিতে চান, আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, আমি বলবো, জামায়াতের সঙ্গে আমি বেহেশতেও যেতে চাই না।’

তিনি আরও বলেছিলেন, ‘জামায়াত জাতির কাছে মাফ চাক, ভুল স্বীকার করুক, তারপর রাজপথে আসুক।’

কৃষক শ্রমিক জনতা লীগ সূত্র জানায়, এই প্রথম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর দলীয় অনুষ্ঠানে অংশ নিলেন কাদের সিদ্দিকী।

জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version