বেশি দামে পণ্য বিক্রি, চট্টগ্রামে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা


চট্টগ্রামের আনোয়ারা ও বোয়ালখালীতে বেশি দামে পণ্য বিক্রি করায় ১৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ মার্চ) বিকেলে আনোয়ারার চাতুরি চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এছাড়া বোয়ালখালী গোমদণ্ডী পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ এবং উপজেলার শাকপুরা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর মধ্যে আনোয়ারা উপজেলার চাতুরি চৌমুহনীতে ৮ দোকানকে ১৫ হাজার ৫০০ টাকা, বোয়ালখালীর পূর্ব কালুরঘাট বাদামতল, পেতন আউলিয়া দরগা গেট এলাকার তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা এবং শাকপুরা এলাকায় দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ এবং আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, রমজানের শুরুতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। এরমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ায় ভোক্তা সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

এমডিআইএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version