Status

বেরোবি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ আছে -পাকিস্তানি হাইকমিশনার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে বেরোবি ভিসি অধ্যাপক ড. শওকাত আলীর সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। এসময় দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

পাকিস্তানি হাইকমিশনার বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা আছে। সেক্ষেত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুযোগ পাবেন।

এরআগে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলকে উত্তরবঙ্গের বিদ্যাপীঠ শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে স্বাগত জানান ভিসি। তিনি অতিথিদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাসে জাইন আজিজ।

Source link

Leave a Reply

Back to top button