Status

বেনাপোলে এক কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার (৫ মার্চ) সকালে চোরাই পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) রাতে গোপন সংবাদে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং শিকারপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, শাড়ী, পাতার বিড়ি, পান মসলা, মটর পার্টস, কিটক্যাট চকলেট, কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করে।

 

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় এক কোটি ৫ লাখ টাকা। এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে চোরাকারবারীরা। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Source link

Leave a Reply

Back to top button