বেনফিকার মাঠে ১০ জনের বার্সার দুর্দান্ত জয়

ম্যাচের অধিকাংশ সময় একজন কম নিয়েও গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনির দৃঢ়তা আর সুযোগ সন্ধানী রাফিনিয়া চমৎকার এক গোলে বেনফিকার মাঠ থেকে দুর্দান্ত এক জয়ে নিয়ে ফিরেছে বার্সেলোনা।
লিসবনে বাংলাদেশ সময় বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্প্যানিশ লা লিগার দলটি।
ম্যাচের ২২তম মিনিটে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। বাকি সময়ে একজন কম নিয়েই লড়তে হয়েছে কাতালান ক্লাবটিকে।
একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে আক্রমণের ঢেউ তোলে বেনফিকা। গোলের উদ্দেশে ২৬টি শট নেয় তারা, যার ৮টি ছিল লক্ষ্যে। কিন্তু তাদের সামনে চীনের প্রাচীর হয়ে ছিলেন ভয়চেখ। তাদের সব প্রচেষ্টা রুখে দিয়ে বার্সার জয়ের নায়ক এই গোলরক্ষকই।
এই লড়াইয়ের আগে ঘুরেফিরে আসছে প্রাথমিক পর্বে এই দুই দলের লড়াইয়ের স্মৃতি। লিসবনে গত জানুয়ারির সেই ম্যাচে ৩০ মিনিটের মধ্যে ৩-১ এবং দ্বিতীয়ার্ধে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জেতে কাতালান দলটি। ৯৬তম মিনিটে জয়সূচক গোল করেন রাফিনিয়া।
এবারও ম্যাচের ম্যাচের ভাগ্য গড়ে দেন এই ব্রাজিলিয়ান। একের পর এক প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গলদঘর্ম হয়ে পড়া বার্সা শিবিরে বয়ে যায় উল্লাসের ঢেউ। স্বাগতিকদের অর্ধে আন্তোনিও সিলভার একটি দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান তিনি।
ছন্দে থাকা রাফিনিয়ার চলতি আসরে এটি নবম গোল। সব মিলিয়ে মৌসুমে ২৫ গোলে হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
পিছিয়ে পড়ার পরও আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু সাফল্যের দেখা মেলেনি। একজন কম নিয়েও প্রতিপক্ষের মাঠ থেকে মহামূল্যবার এক গোলের স্বস্তি নিয়ে ফেরে বার্সেলোনা।
আগামী মঙ্গলবার বার্সেলোনায় হবে ফিরতি লেগ।