বেগম খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি আজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দ- থেকে খালাসের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)র আপিল শুনানি আজ। গকতাল রোববার এ তারিখ ধার্য করেছেন বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগীয় বেঞ্চ। এ তথ্য জানিয়েছেন দুদকের কৌঁসুলি আসিফ হোসেন। গতকাল বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদ- থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ ও দুদক। ওইদিন আপিলের শুনানির জন্য ২ মার্চ ধার্য করেছিলেন আপিল বিভাগ।

Source link

Exit mobile version