Facebook Bio Status

বেক্সিমকোর ঋণের বিষয়ে রিট শুনানি শেষ, রায় ১২ মার্চ


বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের অন্য সব ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণ, ঋণের অবস্থা ও পরিশোধ বিষয়ে রিটের চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ দিন ঠিক করেছেন হাইকোর্ট।

শুনানি শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করেন।

আদালতে এদিন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী মুনীরুজ্জামান শুনানিতে ছিলেন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান ও আইনজীবী ফাতেমা এস চৌধুরী।

আরও পড়ুন

গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ সংশ্লিষ্ট কোম্পানির অন্য সব ব্যবসার ক্ষেত্রে পরিশোধের পর ঋণ মওকুফ বিষয়ে তথ্যাদি সরবরাহসহ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান গত সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করতে ও গ্রুপটির কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য ‘রিসিভার’ নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়।

আরেক নির্দেশনায় বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ আদায় করতে ও বিদেশে পাঠানো অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের আদেশ থেকে জানা যায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের অন্য সব ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপরিশোধিত ঋণের পরিমাণ, ঋণের বর্তমান অবস্থা ও রিপেমেন্টের (পরিশোধ) তথ্য দিতে এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করে সেসব ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগের বিষয়ে রুল দেওয়া হয়।

আরও পড়ুন

রুলের ওপর গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৫ ডিসেম্বর শুনানিতে বেক্সিমকো গ্রুপের দায়ের পরিমাণ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনীরুজ্জামান।

সেদিন তিনি বলেন, ১৬টি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের ৭৮টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ ৫০ হাজার ৯৮ দশমিক ৩ কোটি টাকা। এ হিসাব ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের। আগের ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় ৫ নম্বর ক্রমিকে ওঠে। শুনানি শেষে আদালত রায়ের জন্য ১২ মার্চ দিন রাখেন।

শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপে এরই মধ্যে রিসিভার নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়।

এফএইচ/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button