Status

বুড়িচংয়ে কাপড়ের রং মিশিয়ে ট্যাং তৈরি, মোবাইল কোর্টের খবরে পালালেন মালিক

রমজানকে ঘিরে নিবন্ধন ছাড়াই খাদ্যদ্রব্য ট্যাং উৎপাদনের সময় এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোজার মাসে রোজাদারদের অন্যতম একটি কোমল পানীয় হলো শরবত। যা বিভিন্ন রকমের ট্যাং দিয়ে তৈরি করা হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার উদ্দেশ্যে দেশের সুনামধন্য এসএমসি কোম্পানির মোড়কজাত নকল করে জামাল ফুড প্রোডাক্টস নামে এক কথিত কোম্পানি অস্বাস্থ্যকর উপায়ে কাপড়ের রং আর কেমিক্যাল মিশিয়ে চিনি দিয়ে দীর্ঘদিন ধরে নকল ট্যাং তৈরি করে বাজারে সরবরাহ করে আসতেছিলেন। এমন অভিযোগের পর স্থানীয় সাংবাদিকের একটি টিম অনুসন্ধানে মাঠে নামেন। অনুসন্ধানে ওই কথিত কোম্পানির বিরুদ্ধে অভিযোগের সত্যতাও পায় অনুসন্ধানী টিম। এসময় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারকে ফোন দেওয়া হলে তিনি ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হককে নির্দেশ দেন এবং ঘটনাস্থলে পাঠান। এরই ধারাবাহিকতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দেবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অন্যদিকে অভিযানের আগে সাংবাদিক আসার খবরে কথিত সেই কোম্পানিটির মালিক জামাল উদ্দিন সাংবাদিকদেরকে ম্যানেজ করতে ছুটে আসেন তিনি। এসময় সাংবাদিকদেরকে ম্যানেজ করতে না পারায় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে বিভিন্ন ধরণের বাজে মন্তব্য করে তর্কা তর্কিতে জড়ান। সাংবাদিকদের সাথে বাজে ব্যবহারও করেন ওই ব্যক্তি।

 

এক পর্যায়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটের গাড়ি পৌছালে দ্রুত পালিয়ে যান সেই কথিত কোম্পানির মালিক জামাল উদ্দিন।

 

অভিযানের সময় কোম্পানির পক্ষে কোন ধরণের কাগজপত্র দেখাতে না পারায় অস্বাস্থ্যকরভাবে প্রস্তুতকৃত বেশ কয়েক কাটুন নকল ট্যাং, কেমিক্যাল মিশ্রিত চিনির বস্তাসহ প্রস্তুতকারক কিছু কেমিক্যাল জব্দ করা হয়। অভিযানে বুড়িচং থানা পুলিশের দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই রফিক এর নেতৃত্বে একটি টিম সহায়তা করেন। অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, এ বিষয়ে বুড়িচং উপজেলা সহকারি কমিশনার ভূমি সোনিয়া হক জানায়, অভিযোগের ভিত্তিতে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফ্যাক্টরির মালিক পলাতক থাকায় ট্যাং প্রস্তুতকরণের সকল উপকরণ ও প্যাকেজ জব্দ করা হয়েছে। যাচাই- বাছাই করার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Back to top button