Status

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের বিদায়

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ব্যাটার রোনাল্ড ড্রাপার মারা গেছেন।

৯৮ বছর ৬৬ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার গেবেখায় মারা যান ড্রাপার। শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য  জানানো হয়েছে। জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি।

৪৮টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক ড্রাপার। ১১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩২৯০ রান করেছেন তিনি।

১৯৫০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি টেস্ট খেলেন ড্রাপার। তিন ইনিংস ব্যাট করে মাত্র ২৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

ড্রাপারের মৃত্যুা পর বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ার নিল হার্ভে। এখন হার্ভের বয়স ৯৬ বছর ১৪৪ দিন।

১৯৪৫-৪৬ মৌসুমে ১৯তম জন্মদিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে ইস্টার্ন প্রভিন্সের হয়ে সেঞ্চুরি করেন ড্রাপার।

Source link

Leave a Reply

Back to top button