বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেফতার ১২


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৭ মার্চ) কোতোয়ালি থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মোস্তফা ওরফে আকাশ(২২), মো. বিল্লাল হোসেন(২০), মো. রিয়াজ মাহমুদ(২১), মো.রিপন মিয়া(২২), মো. শামিম মোল্লা(২৩), মো.টুকু মিয়া(৫২), মো. সোহেল(২৫), মো.শামিউল খান(৪৮), মো.টিপু(২৯), মো. সুজন সরদার(৪২), মো. সোহেল শেখ(২৮) ও মো. মজিবর হাওলাদার(৪৬)।

আরও পড়ুন

রাজধানীর কোতোয়ালি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদককারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version