বিমান তৈরি করা জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজের তৈরি বিমানে আকাশে উড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার পাশে দাঁড়িয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপি’র আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
এসময় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলহাস নিজের তৈরি বিমানে আকাশে উড়ার দৃশ্য ভিডিও ধারণ করে তার ফেসবুক পেইজে ছাড়লে সেই ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে মানিকগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলহাসের এ বিমান দেখার জন্য ভিড় করছে বিভিন্ন এলাকার নানা বয়সি মানুষেরা। গত মঙ্গলবার সকালে জাফরগঞ্জ এলাকাতে জুলহাসের বানানো বিমান উড়ানো দেখতে আসেন মানিকগঞ্জের জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করছেন। ছয় ভাই, দুই বোনের মধ্যে জুলহাস ৫ম। জুলহাস ২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি পাশ করে ২৮ বছরের এই যুবক। অর্থাভাবে পড়তে পারিনি। ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন তিনি।

Source link

Exit mobile version