Status

বিমানবন্দর থেকে যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানান।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

 

তিনি বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিমানবন্দর থানা থেকে আমাদের জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে।

 

জানা গেছে, তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। গত বছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তারা উভয়ে এর আগে পুরান বাজারের একটি হত্যা মামলার আসামি ছিলেন।

Source link

Leave a Reply

Back to top button