Facebook Bio Status

বিমানবন্দরে ছেলেসহ যুবলীগ নেতা গ্রেফতার


চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ছেলে রাকিব মাঝিকেসহ ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। তারা পুরান বাজারে একটি হত্যা মামলার আসামি।

ওসি মো. বাহার মিয়া বলেন, বিমানবন্দর থানা থেকে দুইজন গ্রেফতারের বিষয়ে জানিয়েছে। বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে আনা হলে বিস্তারিত বলা যাবে।

শরীফুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button