বিভিন্ন দেশে যেভাবে পালিত হয় নারী দিবস

আজ ৮ মার্চ। এ দিনটি নারীদের জন্য বিশেষ। বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি নানাভাবে পালন করা হয়ে থাকে। আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যপী ছুটির দিন হিসেবেও পালন করা হয়।
দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর জোর দিয়ে উদযাপন করা হয়। চলুন জেনে নেই বিশ্বের বিভিন্ন দেশে নারীদের বিশেষ এই দিনটি কিভাবে পালন করা হয়ে থাকে।
বাংলাদেশ
আমাদের দেশে এই দিনটিতে নারীদের নিয়ে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা হয়। নারীদের স্বাস্থ্য-সচেতনতা নিয়ে হয় বিভিন্ন আয়োজন। এছাড়াও অফিসে নারীদের ফুল ও উপহার দেওয়া হয়ে থাকে।
মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চ মাসকে নারীদের ইতিহাসের মাস বলা হয়ে থাকে। প্রতিবছর ৮ মার্চ আমেরিকান নারীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট একটি ঘোষণাপত্র জারি করেন।
রাশিয়া
আন্তর্জাতিক নারী দিবসে রাশিয়াসহ বিশ্বের আরও অনেক দেশেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি ৮ মার্চের আগে ও পরের ৩-৪ দিন এসব দেশে বেড়ে যায় ফুলের বিক্রি।
চীন
নারীদের বিশেষ এই দিনে চীনের অনেক স্টেটে কাউন্সিলের বিবেচনায় নারীদের অর্ধেক দিনের ছুটি দেওয়া হয়।
ইতালি
ইতালিতে নারীদের ফুল দেওয়ার মাধ্যমে এ দিনটি উদযাপন করা হয়ে থাকে। ফুলের শুভেচ্ছা জানানোর এ ঐতিহ্য কবে থেকে শুরু হয়েছে তার সঠিক ইতিহাস কারোর জানা নেই। তবে ধারণা করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর রীতিটি রোমে শুরু হয়েছিল।
জেএস/এমএস