Facebook Bio Status

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ


২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাসমাবেশ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন।এদিনের বৈঠকে দলীয় কর্মীদের বিশেষ বার্তা দেন তিনি।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেস ২০০১ সালে ক্ষমতায় আসত। বামেদের তখনই পতন হতো। মানুষই আমাদের পাহারাদার। আমি সেই কর্মীকে পুরস্কার করতে চাই যে সারাক্ষণ কিছু চান না, কিন্তু ভোটের সময় বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করে। বিজেপি ভোটের সময় বিডিও, পুলিশ সব পরিবর্তন করে। সিআইএসএফ নিয়ে আসে। ভোট যত এগিয়ে আসে তৎপরতা তত বাড়বে।

এরপরই মমতা ব্যানার্জী দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫ টা আসনের কম কোনমতেই নয়। বিজেপি, কংগ্রেস, সিপিএমের জব্দ করার পালা।

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় ভোটার তালিকার কারচুপি ধরতে কোর কমিটির ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, ওই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে। তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণ করতে হবে। বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পাঞ্জাব-হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে এসব করা হচ্ছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই এসব করা হচ্ছে।

আবার খেলা হবে উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। আধার কার্ড কেলেঙ্কারি করেছে। বাংলা দখলের খেলা চলছে। ভুতুড়ে ভোটার দেখে নিন, নইলে যে কোনোদিন এনআরসি, সিএএ করে আপনাকে বাদ দিয়ে দেবে। অনেক বিএলআরও ভালো করে কাজ করেননি। যারা এই কাজ করেছে আমি তাদের হাতেনাতে ধরব। বিজেপিকে গেরুয়া কমরেড বলেও কটাক্ষ করেছেন মমতা।

এদিনের বৈঠকে মমতা ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন তার ভাতিজা অভিষেক ব্যানার্জী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাসসহ আরও অনেকে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button