Status

বিটিভির নাটক ‘ঘুম ভাঙা শহরে’

আজ বিটিভিতে প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘ঘুম ভাঙা শহরে’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন তনয় বিশ^াস, লাবণ্য চৌধুরী, মিলি বাশার, বিমল ব্যানার্জি, দিলু মজুমদার, বিন্দু রোজারিও, শামস আরেফিন ও আরাফাত। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টায়। এর গল্পে দেখা যায়, রৌদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষে কয়েকটি চাকরি পাওয়ার পরও যোগদান করেনি। কারণ সে মনে করে তার চেয়ে অন্য প্রার্থীদের চাকরির বেশি প্রয়োজন। অন্যদিকে ভাবনা শিল্পপতি বাবার সন্তান। তার মধ্যে বড়লোকসুলভ কোনো আচরণ নেই। লেখাপড়া শেষ করে সে তার বাবার কোম্পানি দেখাশুনা করছে। একদিন রৌদ্র এই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসে। তার চাকরি হয়েও যায় কিন্তু চাকরিতে যোগদান করার আগে কোম্পানিকে কিছু শর্ত দেয়। রৌদ্রের কথায় মুগ্ধ হয়ে ভাবনা সব শর্ত মেনে নেয় এবং তাকে নিয়োগ দেয়।

Source link

Leave a Reply

Back to top button