Facebook Bio Status

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে মুখ খুললেন গোবিন্দর স্ত্রী সুনীতা


কয়েকদিন ধরে গোবিন্দর সংসার ভাঙনের খরবে সরগরম বলিউড। বিয়ের ৩০ বছর পর নাকি সংসার ভাঙছে এ তারকা দম্পতির। এ কথা শুনে বলিউডের বাকিরা বিস্ময়ে তলিয়ে গেছেন। যদিও বলিউডে বিয়ে ভাঙার ঘটনা নতুন কিছু নয়।

সংসার ভাঙনের গুঞ্জন নিয়ে গোবিন্দ বেশি কথা বলেননি। বরং সুনীতার কিছু বক্তব্য আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। যেমন, কখনো সন্তানদের উপস্থিতিতে তিনি ফটো সাংবাদিকদের জানিয়েছেন, তার স্বামী ‘ভ্যালেন্টাইন’র সঙ্গে রয়েছেন! এ কথায় নতুন করে তোলপাড় শুরু হয়েছিল। শোনা যাচ্ছে, গোবিন্দ নাকি এক মরাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন। সে খবরেই কি সত্যতা জানলেন সুনীতা? কখনো এমনো দাবি করেছেন, তৃতীয় ব্যক্তি তো কিছুতেই তাদের জীবন থেকে যাবেন না। নিজের জন্মদিন একাই পালন করেন— ইত্যাদি।

পাশাপাশি আরও জানা গেছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদ চেয়ে গোবিন্দকে নোটিশ পাঠিয়েছিলেন সুনীতা। আইনজীবী জানিয়েছিলেন এ কথা। ঈশ্বরের কাছে সুনীতা নাকি এমনটাও প্রার্থনা করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান। গুঞ্জন আরও জোরালো হয় তারকা দম্পতির আলাদা বসবাস নিয়ে। গোবিন্দ থাকেন নিজের বাংলোয়। সুনীতা বিপরীত দিকের একটি বাড়িতে থাকছেন।

গোজিন্দ-আহুজার গুঞ্জনের সত্যতা বিচারের আগে সবার মাঝে প্রশ্ন জেগেছে, সংসার ভাঙনের খবরের সূত্রপাত কবে, কীভাবে হয়েছে? গত অক্টোবর নিজের বাড়িতেই পায়ে গুলি লেগে গুরুতর আহত হন গোবিন্দ। নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছিলেন এ অভিনেতা। সেই সময় অভিনেত্রী শিল্পা শেঠি হাসতে হাসতে প্রশ্ন তুলেছিলেন, সুনীতাই কি রাগের মাথায় পায়ে গুলি করেছেন? সঙ্গে সঙ্গে বাকিদের মনে সন্দেহ জেগেছিল, তাহলে কি গোবিন্দ-সুনীতা ভালো নেই? এই ঘটনা কি তারই আভাস? অভিনেতা অবশ্য বিষয়টি দ্রুত ধামাচাপা দিয়ে জানিয়েছিলেন, সুনীতা সেই সময় বাড়িতে ছিলেন না। মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে।

বিষয়টি নিয়ে এভাবেই বিভিন্ন প্রশ্ন ও আলোচনার কারণে যখনই জটিল থেকে জটিলতর, তখনই মুখ খুললেন সুনীতা। শুক্রবার দিনগত রাত থেকে তার একটি কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে জোরগলায় তিনি ছাদ আলাদা করার কারণ জানিয়েছেন। তার ভাষ্য, ‘মেয়ে বড় হয়েছে। বাড়িতে আমি শর্টস পরে থাকি। এ দিকে তিনি (গোবিন্দ) রাজনীতিতে যোগ দিয়েছেন। ফলে, কর্মকর্তারা বাড়িতেই আসেন। বাধ্য হয়ে তাই আমরা তার অফিসে থাকি। পুরোটাই নিজেদের গোপনীয়তা বজায় রাখতে।’

সুনীতা আরও যোগ করেছেন, ‘আমাকে গোবিন্দর থেকে আলাদা করবে এত ক্ষমতা কারো নেই। কেউ এরকম কিছু ভেবে থাকলে সামনে আসুন!’ আর স্বামীর ‘ভ্যালেন্টাইন’র থাকার বিষয়টি? গোবিন্দর স্ত্রী সেই জবাবও দিয়েছেন। তার মতে, তিনি রসিকতা করেছিলেন।

গোবিন্দের ‘ভ্যালেন্টাইন’ তার কাজ। কাজ ছাড়া অভিনেতা থাকতে পারেন না। আবারও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button