Facebook Bio Status

বিএমডিসিতে তালা দিয়ে দিনভর মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান


২০২৮-১৯ সেশনের এমবিবিএস শিক্ষার্থীদের সাপ্লিমেন্ট প্রফেশনাল পরীক্ষা নেওয়ার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অফিসে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টা থেকে ২০০ এর বেশি শিক্ষার্থী বিএমডিসি অফিসের সামনে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, বিএমডিসি প্রেসিডেন্ট না আসা পর্যন্ত চলবে তাদের অবস্থান কর্মসূচি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আমরা জানি, আমাদের বৈষম্যহীন দেশ পেয়েছিলাম ৫ আগস্ট। পুরো দেশ সংস্থার হলেও, সংস্কার হয়নি, মেডিকেল সেক্টর, বিএমডিসি। একের পর এক স্বৈরাচারী মনোভাব, নির্যাতনের শিকার হচ্ছে ১৮-১৯ ব্যাচ। আমরা বৈষম্যের স্বীকার। আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি বছরের পর বছর। সাপ্লিমেন্ট আমাদের অধিকার সেই, অধিকার থেকে বঞ্চিত করে আমাদের ব্যাচমেট থেকে আলাদা করা হয়েছে, জীবন থেকে দেড় বছর কেড়ে নেওয়া হচ্ছে।

বিষয়টি বোঝার জন্য জাগো নিউজ কথা বলেছে আরেকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে। ওই শিক্ষার্থী জানিয়েছেন, ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থীরা গেলো নভেম্বরে তাদের প্রফেশনাল পরীক্ষা দিয়েছে। যারা ফেল করছে বা নানা কারণে পরীক্ষায় বসতে পারে নাই, তাদের সাপ্লিমেন্ট পরীক্ষা হওয়ার কথা ৬ মাসের গ্যাপে। অর্থাৎ পরের প্রফেশনাল এক্সামের আগেই সাপ্লিমেন্ট পরীক্ষাটা হওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না। সময় চলে যাচ্ছে। এরই মধ্যে ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থীরা মে মাসে ফাইনাল প্রফেশনাল এক্সাম দেবে। পূর্বের ব্যাচকেও তাদের সঙ্গেই পরীক্ষা দিতে বলছে কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা। কারণ তাদের জুনিয়রদের সঙ্গে ইন্টার্ন করতে হবে। জীবন থেকে একটা বছর চলে যাবে।

বিএমডিসিতে তালা দিয়ে দিনভর মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান

তিনি বলেন, এই সমস্যাটি শুধু ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিনের অনীহার কারণে এই সমস্যাটি হচ্ছে। অথচ রাজশাহী এই পরীক্ষা নিয়েছে। সিলেটও নেবে, রুটিন দিয়েছে। চট্টগ্রামে হবে। শুধু ঢাকায় হচ্ছে না।

বিএমডিসিতে তালা দিয়ে দিনভর মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান

তবে বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘তারা যেটা চাইছে, সেটা আইনে নাই।’ তাহলে সমাধান কী? জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার থেকে যে সিদ্ধান্ত দেবে, আমরা তাই করবো।’

এসইউজে/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button