
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন,ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে । তিনি বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
দেশে যাতে নতুন করে গণতন্ত্র যাত্রা করতে না পারে সেজন্যও তারা তৎপর রয়েছে।’মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন বিএনপি আয়োজিত গড়বাড়ি এলাকায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।
নির্বাচনের তফসিল ঘোষণা করুন।’ কাকড়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর হামজার সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।